December 20, 2019

মমতা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গণভোট চান

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে মহাসমাবেশের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার বিকেলে কলকাতার পার্ক সার্কাস ময়দানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এখান থেকে সিএএস-বিরোধী পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।


নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ)
এর আগে গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই সিএএ এবং জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) পক্ষে মানুষ আছে কি না, তা প্রমাণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘২০২৪ সাল পর্যন্ত আর অপেক্ষা কেন? যদি বুকের পাটা থাকে তবে দেশে এই ইস্যুতে একটা গণভোট হয়ে যাক। আর সেই গণভোট করবে নিরপেক্ষ সংস্থা জাতিসংঘ। এখানে জড়িত থাকবে না তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম দল এবং ভারতের অন্য কোনো দল। থাকবে না কোনো সম্প্রদায়ের প্রতিনিধি। এই লক্ষ্যে জাতিসংঘ ও মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে গঠন করতে হবে একটি কমিটি। তারাই করবে এই গণভোট। আমরা দেখতে চাই কটা মানুষ মানছে এই সিএএ এবং এনআরসি, আর কটা মানুষ মানছে না?’

Source: prothomalo

No comments:

Post a Comment